ইস্কন নিষিদ্ধ ও চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার: ইস্কন নিষিদ্ধ ও চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে বরিশালে পৃথক বিক্ষোভ মিছিল হয়েছে।

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে আদালত চত্বরে ইসলামী আইনজীবী পরিষদ, বরিশাল এবং বিএম কলেজ শিক্ষার্থীরা সদর রোডে এই কর্মসূচি করে। পরে পৃথক সংক্ষিপ্ত সমাবেশও করে তারা।

দুই কর্মসূচিতে প্রায় একই সুরে বক্তারা বলেন, ইস্কনের হামলায় আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলামের মৃত্যু হয়েছে। তাদের এই হত্যাকাণ্ড মনে করিয়ে দেয় ইস্কন একটি জঙ্গি সংগঠন। আর এই হামলার পিছনে শেখ হাসিনার মদদ রয়েছে। এদেরকে নিষিদ্ধ করার দাবি তোলেন তারা।

এছাড়াও মঙ্গলবার রাত ও বুধবার সকালে কয়েক দফায় বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে ইস্কনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে শিক্ষার্থীরা।

ইস্কন নিষিদ্ধ ও চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল
Comments (০)
Add Comment