স্টাফ রিপোর্টার: কাউনিয়া থানার অভিযানে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ২ জন।
শনিবার (১০ ফেব্রুয়ারী) বিএমপি কাউনিয়া থানার বিশেষ অভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে সকাল বেলা ছয়টায় কাউনিয়া থানাধীন বিসিসি ০৪নং ওয়ার্ডস্থ মাদানী সড়কের মুখে বেলতলা – তালতলী গামী পাকা রাস্তার উপর অভিযানটি পরিচালিত হয়।
আটক কৃতরা হলেন, ১) মোসা: ছনিয়া ওরফে রিয়া মনি (২৬), পিতা-আনসার উদ্দিন তালুকদার, মাতা-সেতারা বেগম, সাং-নৈকাঠি, সাতুরিয়া ইউপি, থানা-রাজাপুর, জেলা-ঝালকাঠি ও ২) মো: হিরন (৩১), পিতা-দুলাল জমাদ্দার, মাতা-হিরু বেগম, সাং – গণপাড়া, কাশিপুর চৌমাথা, বিসিসি ৩০ নং ওয়ার্ড, থানা – বিমান বন্দর, জেলা – বরিশালদের হেফাজত হতে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদেরকে আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়,আটককৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।