কোটি টাকা ডাকাতির মূলহোতা কবির গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার : ঢাকার শান্তিনগরে ফিল্মি স্টাইলে কোটি টাকা ডাকাতির মামলার মূলহোতা কবির হোসেন তামিদারকে ১৮ হাজার সৌদি রিয়ালসহ গ্রেপ্তার করেছে বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ। সোমবার দিবাগত রাতে বরিশাল নগরীর সর্দারপাড়ার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন নগর গোয়েন্দা শাখার ইন্সপেক্টর মো. ছগির হোসেন। তিনি জানান, গত ৭ জুলাই মাদারীপুর জেলার রাজৈর উপজেলায় সংঘটিত একটি ডাকাতি মামলায় কবিরকে (৩৮) গ্রেপ্তার করা হয়। তিনি জেলার বিনয়কাঠি ইউনিয়নের বহরামপুর গ্রামের খালেক হাওলাদারের ছেলে।

গোয়েন্দা শাখার ইন্সপেক্টর মো. ছগির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একাধিক ডাকাতি মামলার আসামি ডাকাত কবিরকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১৮ হাজার সৌদি রিয়াল জব্দ করা হয়। তার বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা করেছেন নগর গোয়েন্দা শাখার সাব-ইন্সপেক্টর জাহিদ হাসান।

 

কোটি টাকা ডাকাতির মূলহোতা কবির গ্রেপ্তার
Comments (০)
Add Comment