নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরীর ভাটারখাল এলাকায় অভিযানে চালিয়ে এক নারী মাদক কারবারিকে আটক করেছে ডিবি পুলিশ।
১৫ ডিসেম্বর,রবিবার দুপুরে বরিশাল নগরীর ভাটারখাল এলাকায় অভিযানে চালায় ডিবি পুলিশ।এ সময় চিন্হিত নারী মাদক কারবারি মর্জিনা বেগম (৫৫) কে ২কেজি গাঁজাসহ আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করেন,বরিশাল মেট্রোপলিটন ডিবি পুলিশের ইন্সপেক্টর মোঃ ইসমাইল হোসেন। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন ভাটারখাল এলাকায় দীর্ঘদিন ধরে কয়েকটি চক্র মাদকদ্রব্য গাঁজা, ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছে। সেই সুত্রধরে ইন্সপেক্টর ইসমাইল হোসেনের নেতৃত্বে একটি টিম ভাটারখাল এলাকার সেলিম মিয়ার ভাড়াটিয়া বাসায় অভিযান পরিচালনা করে প্রায় ২কেজি গাঁজসহ মর্জিনা বেগম কে আটক করেডিবি পুলিশ।
আটক নারী মাদক কারবারি নগরির ১০ নং ওয়ার্ড ভাটারখাল (ঈদগাহ মাঠ) এলাকার বাসিন্দা মৃত কালু চৌকিদারের মেয়ে মর্জিনা বেগম।
তিনি আরও জানান,আটককৃত নারী মাদক কারবারির বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।