টয়‌লে‌টের পাই‌পে নব জাতক-কাজ শুরু ক‌রে‌ছে তদন্ত ক‌মি‌টি

নিজস্ব প্রতিবেদক: ব‌রিশাল শের ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের প্রসূ‌তি বিভা‌গের টয়‌লে‌টে‌র পাইপ থে‌কে নবজাতক উদ্ধা‌রের ঘটনায় কাজ শুরু ক‌রে‌ছে গ‌ঠিত হওয়া তদন্ত ক‌মি‌টি।

মঙ্গলবার সকাল থে‌কে কাজ শুরু ক‌রে‌ছে তদন্ত ক‌মি‌টির তিন সদস‌্য। এর আ‌গে রোববার তদন্ত ক‌মি‌টি গঠন ক‌রে ব‌রিশাল শের ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের প‌রিচালক ডা: এইচ এম সাইফুল ইস‌লাম।

তি‌নি ব‌লেন, তিন কার্যদিব‌সের ম‌ধ্যে তদন্ত ক‌মি‌টি‌কে স‌রেজমি‌নে তদন্তপূর্বক রি‌পোর্ট প্রদান করার জন‌্য বলা হ‌য়ে‌ছে। হাসপাতা‌লের শিশু বিভা‌গের প্রধান অধ‌্যাপক মু‌জিবুর রহমান তালুকদার‌কে সভাপতি, হাসপাতা‌লের উপ প‌রিচালক জাহাঙ্গীর আলম‌কে সদস‌্য ও সহকা‌রি প‌রিচালক এসএম ম‌নিরুজ্জামান‌কে সদস‌্য স‌চিব ক‌রে ক‌মি‌টি গঠন করা হয়। তদন্ত ক‌মি‌টির সদস‌্য স‌চিব এস এম ম‌নিরুজ্জামান ব‌লেন, আমরা আজ‌কে থে‌কে কাজ শুরু ক‌রে‌ছি। অল‌রে‌ডি নবজাত‌কের পিতা মাতার সা‌থে কথা হ‌য়ে‌ছে আমা‌দের।

তদন্ত ক‌মি‌টির প্রধান অধ‌্যাপক মু‌জিবুর রহমান তালুকদার ব‌লেন, নবজাতক ও তার মা দুজ‌নেই সুস্থ র‌য়ে‌ছে। বর্তমা‌নে বাচ্চার পা‌শেই র‌য়ে‌ছে মা। বাচ্চার অ‌ক্সি‌জেন স‌্যাচু‌রেশন ৯৭ র‌য়ে‌ছে। আশা কর‌ি্রচ ২/১ দি‌নের ম‌ধ্যে তা‌দের হাসপাতাল থে‌কে ছে‌ড়ে দেয়া হ‌বে।

প্রসঙ্গত, শ‌নিবার বিকা‌লে প্রসব বেদনা নি‌য়ে ব‌রিশাল শের ই বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লের প্রসূ‌তি বিভা‌গের টয়‌লে‌টে যান পি‌রোজপু‌রের স্বরুপকা‌ঠির বা‌সিন্দা নেয়ামত উল্লাহর স্ত্রী শিল্পী বেগম। এমময় টয়‌লে‌টেই সন্তান প্রসব হ‌লে টয়‌লে‌টের পাই‌পের ম‌ধ্যে ঢু‌কে যায় নবজাতক। পৌ‌নে দুই ঘন্টা চেষ্টার পর শিশু বিভা‌গের ম‌ধ্যে থাকা টয়‌লে‌টের পাইপ থে‌কে নবজাতক‌কে জীবিত উদ্ধার করা হয়।

Comments (০)
Add Comment