নগরিতে গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ

স্টাফ রিপোর্টার: বরিশালে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ২ কেজি গাঁজাসহ তপন মালী (৪৯) ও মোঃ আলম ফরাজি (৫২) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে এয়ারপোর্ট থানাধীন গড়িয়ারপাড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক তপন মালী পটুয়াখালীর গলাচিপার মৃত শুখরঞ্জন মালীর ছেলে অপরজন মোঃ আলম ফরাজি পটুয়াখালীর লাউকাঠীর মৃত আসমত আলী ফরাজির ছেলে।

এয়ারপোর্ট থানা পলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ একটি চৌকস টিম এয়ারপোর্ট থানাধীন বিসিসি ৩০ নং ওয়ার্ডের কলাডেমা সাকিনস্থ গড়িয়ারপাড় গোল চত্ত্বর সংলগ্ন “বৈশাখী স্টোর” নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এসময় তপন মালী ও আলম ফরাজির নিজ হেফাজতে থাকা ২ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।

পুলিশ জানান, অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Comments (০)
Add Comment