নিজস্ব প্রতিবেদকঃ
বাঙালির ঐতিহ্য নবান্নের ঐতিহ্য তুলে ধরে গান, নাচ, কবিতা আবৃত্তির মধ্যদিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) আয়োজিত দুই দিন ব্যাপী নবান্ন উৎসব শেষ হয়েছে।
সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পদাতিকের উদ্যোগে ববির মুক্তমঞ্চের মাঠে সমাপনী দিন শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত চলে এ মেলা। সমাপনী দিনে ববি শিক্ষার্থীদের অংশগ্রহণে নাচ, গান, কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ করা হয়। এরপর ববির বনসাই ও সপ্তর্ষি ব্যান্ড দলসহ দেশের স্বনামধন্য গায়ক অর্ঘ্য দেব গান পরিবেশন করেন। এর আগে বৃহস্পতিবার নাগরদোলার পাশাপাশি ২৮টি স্টল নিয়ে এই উৎসব শুরু হয়েছিলো।
ববির সংগঠন পদাতিকের সভাপতি ভূমিকা সরকার বলেন, বাঙালির এই উৎসবকে তুলে ধরতে শিক্ষার্থীদের এই আয়োজন। এর অংশ হিসেবে ঐতিহ্যবাহী খাবার বিক্রিসহ বিভিন্ন অনুসঙ্গ প্রদর্শন করা হয়েছে।
ববি শিক্ষার্থী নিশাত মালিহা ঐশী বলেন, মেলায় নবান্ন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সাবলীলভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই আয়োজনের কারণে শিক্ষার্থীরা নবান্নকে নতুনভাবে জেনেছে বলে জানান তিনি।