বরিশালে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

নিজস্ব প্রতিবেদক:

বরিশালে তীব্র শীত অনুভূত হওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছে। এতে নগরীর ছিন্নমূল মানুষসহ পেশাজীবীরা পরেছেন চরম বিপাকে পরেছেন।

শনিবার বিকাল পর্যন্ত বরিশাল আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৯.৫ ডিগ্রী সেলসিয়াস। চল‌তি মৌসু‌মে ব‌রিশা‌লে সর্বনিন্ম ৯ দশ‌মিক ৫ ডি‌গ্রি সেল‌সিয়াস তাপামাত্রা রেকর্ড, বাতা‌সের গ‌তিবেগ ঘন্টায় ৫ থে‌কে ১০ কি‌লো‌মিটার। আরও তিন দিন বরিশালে এমন শীতের আবহাওয়া বিরাজ করতে পারে। মধ্যরাত থেকে বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে তীব্র ঘন কুয়াশা পরতে পারে।

এর প্রভাবে আগামী তিনদিন নদীপথ ও তার চারপাশের এলাকাগুলোতে দুপুর পর্যন্ত কুয়াশা বিরাজ করার সম্ভাবনা রয়েছে। এছাড়া জানুয়ারী মাসের মধ্যভাগ বা শেষভাগে বরিশালে মৃদু শৈত্যপ্রবাহের সম্ভাবনার কথা জানিয়েছেন বরিশাল আবহাওয়া অফিসের জেষ্ঠ্য উচ্চপর্যবেক্ষক মাসুদ রানা রুবেল।

গত কয়েক দিন ধরে বরিশালে বিরূপ আবহাওয়া বিরাজ করায় এ অঞ্চলের জনজীবন বিপর্যস্ত হয়ে পরেছে। সকাল থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা না পাওয়ায় প্রচণ্ড শীত জেকে বসে। ফলে পেশাজীবীরা চরম বিপাকের মধ্যে কর্মস্থলে যোগ দেন।

Comments (০)
Add Comment