বরিশাল নগরীতে পাথরবাহী ট্রলি চাপায় ইলেকট্রনিক্স পন্য তৈরি কারাখানার শ্রমিক নিহত হয়েছে।
মঙ্গলবার বেলা পৌনে ১টার দিকে নগরীর ৫নং ওয়ার্ড পলাশপুরের শের ই বাংলা সড়ক এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত নয়ন আহম্মেদ (৪৬) পলাশপুর বৌ বাজার তিন নম্বর গলির মৃত তোফায়েল আহম্মেদের ছেলে। সে নগরীর ইলেকট্রনিক্স পন্য তৈরির প্রতিষ্ঠান এমইপি`র শ্রমিক ছিলেন। এলাকাবাসী আলামিন হোসেন জানান, শের ই বাংলা সড়কে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স এমখান লিমিটেড কোম্পানী পাথর মজুদ করে আনা নেয়া করে। একটি ট্রলি পাথরবোঝাই করে নির্দিষ্ট পথে যেতে পিছনের দিকে যায়। তখন বাসার সামনে বসা নয়নকে ধাক্কা দেয় ট্রলিটি। এতে নয়ন পড়ে গেলে ট্রলির পিছনের একটি চাকার নিচে মাথা পড়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় নয়ন। ঘটনার পর পর চালকসহ ট্রলির শ্রমিকরা পালিয়েছে।
নিহতের লাশ উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার পরিদর্শক হরিদাস নাগ।