বরিশালে ভূমি সেবা সপ্তাহ ২০২২ উদযাপন।

নিজস্ব প্রতিবেদক:
বরিশালে উপজেলা প্রশাসনের আয়োজনে ভূমি সেবা সপ্তাহ ২০২২ এর উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান।

১৯ মে,বৃহস্পতিবার বরিশাল সদর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ফলপট্টি উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ভূমি সেবা সপ্তাহ ২০২২ এর শুভ উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার বরিশাল মোঃ আমিন উল আহসান।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) বরিশাল মোঃ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার।

 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল গৌতম বাড়ৈ, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মনিরুজ্জামান, সহকারী কমিশনার ভূমি বরিশাল সদর মোঃ তরিকুল ইসলামসহ ভূমি সংশ্লিষ্ট বরিশাল জেলার কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

 

শুরুতে ফিতা কেটে ও বেলুন ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অতিথি বৃন্দরা। পরে অতিথিরা ভূমি সেবা নিতে আসা সাধারণ মানুষের মাঝে ভূমি সেবা প্রদান করে তাদের ফুলেল শুভেচ্ছা জানানোর পাশাপাশি মিষ্টিমুখ করান।

এসময় প্রধান অতিথি সেবা নিতে আসা সেবাগ্রহীতাদের সাথে কথা বলেন।

আজ ১৯ মে থেকে ৭ দিন চলবে ভূমি সেবা সপ্তাহ।

Comments (০)
Add Comment