বরিশালে ২ কেজি গাঁজাসহ আটক ১

স্টাফ রিপোর্টার: জেলার মেট্রোপলিটনের রহমতপুর এলাকায় অভিযান পরিচালনা করে ২ কেজি গাঁজাসহ দুলাল হাওলাদার (২৮) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।

এর আগে বুধবার (১৭ জানুয়ারি) রাত সোয়া ১১টায় তাকে আটক করে মেট্রোপলিটনের বিমানবন্দর থানা পুলিশ।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন তথ্যের ভিত্তিতে বিমানবন্দর থানার একটি দল রহমতপুর সেতুর উত্তর পাশের ঢালে রিতা ভ্যারাইটিজ স্টোরের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় ২ কেজি গাঁজাসহ দুলাল হাওলাদারকে আটক করা হয়।

এ ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা করে বৃহস্পতিবার দুলালকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 

Comments (০)
Add Comment