বরিশাল নগরীতে বিএনপি ও অঙ্গসংগঠনের শীতবস্ত্র বিতরণ

সুবিধা বঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ

স্টাফ রিপোর্টার : নগরীতে বিএনপির চেয়ারপারসন সাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সুবিধা বঞ্চিত প্রায় এক হাজার মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ।

শনিবার (৭ ডিসেম্বর) বেলা ১১টায় বরিশাল প্রেসক্লাব মিলনায়তনের এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল সদর উপজেলা বিএনপির সিনিয়র সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেন, ভারত বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। ভারতের পুতুল সরকারকে এ দেশের জনগণ হটিয়ে দেওয়ার পর থেকে তারা এমন অপপ্রচার নেমেছে। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে না। বাংলাদেশের মানুষ এক ও অভিন্ন। ভারতে সাম্প্রদায়িক সম্প্রীতি নেই। ভারতে সব সময় সাম্প্রদায়িক দাঙ্গা লেগে থাকে। ভারতের কোনো ষড়যন্ত্র বাংলাদেশের মানুষকে বিভক্ত করতে পারবে না জানিয়ে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান তিনি।

অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

 

বরিশাল নগরীতে বিএনপি ও অঙ্গসংগঠনের শীতবস্ত্র বিতরণ
Comments (০)
Add Comment