মাদক মামলার আসামি সোহেল মাতবর ডিবি’র জালে আটক

স্টাফ রিপোর্টার : পটুয়াখালীর তিতাস মোড় এলাকা থেকে ডিবি’র অভিযানে ৩’শ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ ২১ মাদক মামলার আসামী ও মাদক সম্রাটখ্যাত মোঃ সোহেল মাতবর (৩২) কে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

 

আটক ওই মাদক কারবারি জেলার স্বনির্ভর রোডের চরপাড়া (ওয়ায়েজীয়া কামিল মাদ্রাসার পশ্চিম পার্শের) এলাকার মোঃ শাহ আলম মাতবরের ছেলে।

 

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই সঞ্জীব কুমার সরকার সঙ্গীয় ফোর্সসহ জেলা প্রশাসকের বাস ভবনের দক্ষিণ পূর্ব কোনে চৌরাস্তা টু তিতাস মোড় গামী পাকা রাস্তার উপর থেকে সোহেল মাতবরকে ৩’শ পিস ইয়াবা ও মোটরসাইকেলসহ আটক করেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে পটুয়াখালী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমল হুদা বলেন, আটক আসামী একজন দুর্ধর্ষ মাদক সম্রাট। তার বিরুদ্ধে পটুয়াখালী থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন। তিনি আরও বলেন, আমরা মাদক নিমূর্লে বদ্ধপরিকর।

 

মাদক মামলার আসামি সোহেল মাতবর ডিবি’র জালে আটক
Comments (০)
Add Comment