অনলাইন ডেস্ক: রাজশাহীর পবা উপজেলার পারিলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে পবার পারিলা বাজারে বর্তমান এমপি এবং সদ্য নির্বাচিত এমপি গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, রবিবার ভোট চলা অবস্থায় লাইনের ছবি উঠানোকে কেন্দ্র করে বর্তমান এমপি উদ্দিনের ঘনিষ্ঠরা ওই আসনের সদ্য নির্বাচিত আসাদুজ্জামান আসাদের সমর্থকদের ওপর চড়াও হয়। একপর্যায়ে দুই গ্রুপ সংঘর্ষে জড়ায়। এসময় পারিলা ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেহেদী হাসান মুরাদ এক হাতে রাম দা আরেক হাতে পিস্তল নিয়ে ভয়ভীতি দেখানোর চেষ্টা করে। এসময় আসাদ সমর্থকদের ধাওয়ায় পালিয়ে যায়। পরে আসাদের সমর্থকরা তাদের রাজনৈতিক কার্যালয়ে হামলা চালায়।
সদ্য নির্বাচিত আসাদুজ্জামান আসাদ বলেন, ‘আমি প্রশাসনকে বলেছি, অপরাধী যেই হোক আইনের আওতায় আনার জন্য এবং আমি তাদের সঙ্গে বসেছি এ ঘটনা আর বাড়বে না।’
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী জানান, ‘আমাদের টিম সেখানে কাজ করছে, আমরা বিষয়টি খতিয়ে দেখছি। এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।’