১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও শোকাবহ আগষ্ট উপলক্ষে বরিশাল মহানগর আওয়ামী লীগের মাসব্যাপী ওয়ার্ড ভিত্তিক কর্মসূচির অংশ হিসেবে গতকাল বুধবার ১০নং ওয়ার্ড আ’লীগ আয়োজিত শোক দিবস উপলক্ষে আলোচনা সভা সফল করার লক্ষ্যে তারেক শাহ্ ও সাদ্দাম শাহ্’র নেতৃত্বে র্যালী অনুষ্ঠীত হয়েছে।
গতকাল বুধবার, ১০আগস্ট বিকাল ৫টায় ১০নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠান সফল করার লক্ষ্যে এই র্যালী অনুষ্ঠিত হয়।
র্যালীর নেতৃত্ব দেন বরিশাল স্পিড বোট মালিক ও চালক সমবায় সমিতির লাইন সম্পাদক ও ১০নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো: তারেক শাহ্ ও ১০নং ওয়ার্ড যুবলীগ নেতা মো:সাদ্দাম শাহ্।
এ ছাড়াও এসময় র্যালীতে উপস্থিত ছিলেন ১০নং ওয়ার্ড সাবেক শ্রমিকলীগ সভাপতি কালাম শরীফ, ১০নং ওয়ার্ড হর্কাসলীগ সভাপতি মো: হালিম শাহ্ , ১০নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা কবির সিকদার, কবির হোসেন, মহিলা আওয়ামীলীগ নেত্রী বেবী বেগম,নাজমা বেগম তানিয়া আক্তার সহ প্রমূখ।