৬টি গরু সহ ব‌রিশা‌লে তিন গরু চোর আটক

 নিজস্ব প্রতিবেদক:   ব‌রিশা‌লে ৬ চোরাই গরু সহ তিন চোরকে আটক ক‌রে‌ছে পু‌লিশ।

মঙ্গলবার বিষয়‌টি ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের মিডিয়া সেল থে‌কে নি‌শ্চিত করা হয়।

ব‌রিশাল বন্দর থানার ও‌সি মো: আসাদুজ্জামান ব‌লেন, গোপন সংবাদের ভি‌ত্তি‌তে ১৩ মার্চ রা‌তে চরকাউয়া খেয়াঘাট এলাকায় অ‌ভিযান প‌রিচালনা করা হয়। সো‌হেল খান ও মহারাজ হাওলাদার না‌মে দুই ব্য‌ক্তি‌কে স‌ন্দেহজনকভা‌বে আটক করা হ‌লে তারা গরু চু‌রির বিষয় স্বীকার ক‌রে।

পরবর্তী‌তে বাকেরগঞ্জের হলতা বাজার এলাকার ছাগলদি গ্রামে অভিযান পরিচালনা করে দুলাল হাওলাদারকে আটক করা হয় এবং ৬টি চোরাই গরু উদ্ধার করা হয়।

আটককৃত‌দের বিরু‌দ্ধে মামলা দা‌য়ের করা হ‌য়ে‌ছে।##

Comments (০)
Add Comment