আওয়ামীলীগ নেত্রী শারমিন মৌসুমী কেকা’র রহস্যজনক মৃত্যু

ঝালকাঠি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শারমিন মৌসুমী কেকা’র রহস্যজনক মৃত্যু হয়েছে।

১৩ অক্টোবর,সোমবার বিকেলে বরিশাল নগরীর সদর রোডস্থ নিজ বাসভবনে তিনি মারা যান। কিন্তু তার মৃত্যুর ঘটনাটি জানাজানি হয় রাত ৯টার দিকে।

কোতয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান খবর পেয়ে রাত ৯টায় ঘটনাস্থলে যান। ওসি জানান পারিবারিক সূত্রে জানা গেছে কেকা বিকাল ৫টার দিকে মারা গেছেন বলে জানান পরিবার। কিন্তু সেই সময়ে পরিবারের কেউ বাসায় ছিলোনা তাই বিষয়টি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

নিহত কেকার ভাই টুটুল বলেন, ‘দুপুর ৩টার পর থেকে কেকার স্বামী লিটু ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে রেখেছে। রাতে পুলিশ আসার পর দরজা খুলে মৃতবস্থায় কেকাকে উদ্ধার করেছে। তাই পুলিশ বলছেন এটি রহস্যজনক মৃত্যু।’

কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, মরদেহ ময়না তদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়ার প্রস্তুতি চলছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

Comments (০)
Add Comment