আওয়ামী লীগের যারা অপরাধ করেনি তাদের নিরাপত্তার দায়িত্ব সরকারের-ফয়জুল করীম

নিজস্ব প্রতিবেদকঃ ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বরিশাল-৫ ও বরিশাল-৬ আসনের প্রার্থী মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, আওয়ামী লীগ যারা করেন সরকার তাদের নাগরিকত্ব তো বাতিল করেনি। সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষেধাজ্ঞা দিয়েছে। যদি আওয়ামী লীগের কোন ব্যক্তি অন্যায় না করে, তার বিরুদ্ধে মামলা না থাকে, তবে তার নিরাপত্তার দায়িত্ব সরকারের।

আওয়ামী লীগের ভোটাররা কাদের ভোট দেবেন? এমন প্রশ্নের জবাবে বুধবার দুপুরে বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে এই সভা হয়। আওয়ামী লীগের নেতাকর্মী-সমর্থকরা কাদের ভোট দেবেন? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, যাদের মধ্য দিয়ে জানমাল, ইজ্জত-ব্যবসা বাণিজ্য নিরাপত্তা পাবে তাদেরকে ভোট দেবেন।

জামায়াত ইসলামীর সঙ্গে জোট প্রসঙ্গে ফয়জুল করীম বলে, জামায়াতের আমিরের সম্মানার্থে তার আসনে ইসলামী আন্দোলন প্রার্থী দেয়নি। তিনি (জামায়াত আমির) আমাদের সম্মান করে তাদের প্রার্থী তুলে নিয়েছে, এজন্য ধন্যবাদ।

ইসলামী আন্দোলন নতুন কোন জোটে যাবে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ফয়জুল করীম বলেন, নতুন করে কোন জোটে যাওয়ার এখন পর্যন্ত সুযোগ নেই। তবে ভব্যিষ্যতে ইসলামী শরিয়াহর ভিত্তিতে যদি কেউ আইন প্রণয়ন করতে চায়, তাহলে আবারও জোট হবে। আমাদের মূল উদ্দেশ্য ছিল ইসলামের পক্ষে একটি বাক্স। এখন ইসলামের পক্ষে হাতপাখার বাক্স আছে।

নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড আছেন কিনা? এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, প্রতীক বরাদ্দের পর কারও হয়রানি করা যাবে না। যদি হয়রানি করা হয় তাহলে লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে না।

Comments (০)
Add Comment