আগামী নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতেই হবে-অধ্যক্ষ মু.বাবর

আগামী নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতেই হবে,দেশের বেশির ভাগ মানুষ পিআর পদ্ধতির পক্ষে তাই আগামী নির্বাচন অবশ্যই পিআর পদ্ধতিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমীর অধ্যক্ষ জহির উদ্দিন মু.বাবর।

১২ অক্টোবর,রবিবার বরিশাল জামায়াতে উদ্যোগে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর বরিশাল জেলা জামায়াতের স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বরিশাল জেলা আমির ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক আব্দুল জব্বারের এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মাওলানা মাহমুদুন্নবী তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মহানগরীর নায়েবে আমীর অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, মহানগরীর সহকারী সেক্রেটারি তারিকুল ইসলাম, মহানগর কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু, মাওলানা হাবিবুর রহমান, শামীম কবির, জেলা কর্মপরিষদ সদস্য নুরুল হক সোহরাব, ইসলামি ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বরিশাল মহানগর সভাপতি হাসান নাঈম ও জেলা সভাপতি আকবর হোসেন প্রমুখ।

মহানগর আমীর আরও বলেন, সহস্রাধিক ছাত্র-জনতার জীবনের বিনিময়ে অর্জিত এই বিপ্লব পরবর্তী নির্বাচন হবে অন্য যেকোনো সময়ের নির্বাচনের তুলনায় অনেক বেশি নিরপেক্ষ। জনগণের রায়ের সঠিক প্রতিফলন ঘটাতে না পারলে নির্বাচন এবং বিপ্লব ফলপ্রসূ হবে না। জনগণ এবার সচেতন তারা যে কোন মূল্যে তাদের ভোটের যথাযথ মূল্যায়ন চায়, সকল ভোটের শতভাগ মূল্যায়ন করার লক্ষ্যে নির্বাচন অবশ্যই পিয়ার পদ্ধতিতে হতে হবে।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সুফল চন্দ্র গোলদার জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন।

Comments (০)
Add Comment