আ’লীগের সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বরিশালে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদকঃ
বরিশালে আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলায় শ্রমিক দল নেতাদের কুপিয়ে জখম ও শিল্পাঞ্চলে সন্ত্রাস-বিচ্ছৃঙ্খলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শ্রমিক দল। সোমবার দুপুরে নগরীর সদর রোডে বিক্ষোভ মিছিলে অংশ নেন জেলা ও মহানগর শ্রমিক দলের নেতাকর্মীরা।

এর আগে সদর রোডে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে অংশ নেন নেতাকর্মীরা।

মহানগর শ্রমিকদল আহ্বায়ক ফয়েজ আহমেদ খানের সভাপতিত্বে ও সদস্য সচিব শহিদুল ইসলাম শহিদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তৃতা দেন, নগর বিএনপি আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক।

আরও বক্তৃতা দেন, বরিশাল জেলা বিএনপির (দক্ষিণ) সদস্য সচিব আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, জেলা শ্রমিকদল সভাপতি আব্দুল হক ফরাজী ও সাধারন সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, গত রোববার নগরীর বঙ্গবন্ধু কলোনীতে শ্রমিক দল নেতা আসলামসহ বেশ কয়েকজন নেতাকে কুপিয়ে জখম করে আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এছাড়া নগরীর শিল্পাঞ্চলে আওয়ামী লীগের সন্ত্রাস সৃষ্টির প্রতিবাদ জানাচ্ছি। এসব অপকর্মে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

Comments (০)
Add Comment