ছাত্রনেতা শহীদ খানের নামে বাকেরগঞ্জে বিভিন্ন স্থাপনার ফলক উন্মোচন।

নিজস্ব প্রতিবেদক:

ফলক উন্মোচন হলো ছাত্রনেতা শহীদ খানের নামে বাকেরগঞ্জ উপজেলায় সেতু-সড়ক ও শিক্ষাপ্রতিষ্ঠান।

২৮ জুলাই ,বৃহস্পতিবার  উপজেলা প্রশাসন বাকেরগঞ্জ এর আয়োজনে ছাত্রনেতা শহীদ খানের নামে উপজেলার সাড়ে তিন একর জমির ওপর পাঁচতলা বিশিষ্ট নির্মিতব্য টেকনিক্যাল স্কুল ও কলেজের নামকরণের সিদ্ধান্ত গ্রহন হয়েছে।তুলাতলী নদীর ওপর নির্মিত সেতু ও ডিসি রোড নামে পরিচিত বাকেরগঞ্জ বন্দর হতে গোবিন্দপুর বাজার পর্যন্ত ১৯ কিলোমিটার সড়কটিও তার নামে নামকরণ করা হয়েছে।

আজ নাম ফলক উন্মোচন করেন শহীদ খানের অনুজ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোঃ আমিনুল ইসলাম খান। এসময় উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল আমিন উল আহসান, বিশ্বিবদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোঃ ছাদেকুল আরেফিন, ডিআইজি বরিশাল রেঞ্জ বরিশাল এসএম আক্তারুজ্জামান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার খন্দকার আনোয়ার হোসেন, জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার, চেয়ারম্যান মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড বরিশাল প্রফেসর মোহাম্মদ ইউনুস, পুলিশ সুপার বরিশাল মোঃ মারুফ হোসেন পিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোহাম্মদ ইউনুস, বিএম কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোঃ গোলাম কিবরিয়াসহ বিভাগীয়, জেলা উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তা,শিক্ষক,সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মী, সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।

আশির দশকে দক্ষিণাঞ্চলে ছাত্ররাজনীতির অবিসংবাদিত রূপকার ছিলেন শহীদ খান। ১৯৫৮ সালে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ডিঙ্গারহাট গ্রামে জন্মগ্রহণ করেন শহীদ খান। ১৯৭৫ এর ১৫ আগস্টের পর ছাত্রলীগ ও আওয়ামী লীগকে নতুন করে সংগঠিত করার কাজে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন এবং সামরিক সরকারের নির্যাতন ও কারাভোগ করেন। তাঁর ঈর্ষনীয় সাংগঠনিক ক্ষমতা, হাস্যজ্বল ব্যক্তিত্ব ও প্রবল স্মৃতিশক্তি দিয়ে তিনি দলমত নির্বিশেষে সকলের কাছে প্রিয় ব্যক্তিত্ব হিসেবে জনপ্রিয়তা লাভ করেন।

তাঁর নেতৃত্বে ১৯৭৯ সাল হতে দক্ষিণাঞ্চলের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশ ছাত্রলীগ এককভাবে বিজয়ী হয়।১৯৮১ সনে সরকারি ব্রজমোহন কলেজ নির্বাচনে তিনি নানক-শহীদ প্যানেল থেকে সর্বোচ্চ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নব্বই দশকের স্বৈরাচার বিরোধী গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে তিনি ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃত্ব দেন।

সমগ্র অঞ্চলের মানুষ এখনো তাকে শ্রদ্ধা ও ভালবাসার সাথে স্মরণ করে। তিনি এখনো তরুণ সমাজ ও জনগণের কাছে রাজনীতির একজন সৎ, নিষ্ঠাবান ও আদর্শ নেতা হিসেবে অনুসরণীয়। সম্ভাবনাময় গণমানুষের এই নেতা মাত্র ৪৬ বছর বয়সে দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মহান এই মানুষটির ইতিহাস পরবর্তী প্রজন্মের কাছে অবিস্মরণীয় করে রাখতে নানা উদ্যোগ গ্রহণ করেছে সরকার।

এরই অংশ হিসেবে ছাত্রনেতা শহীদ খানের নামে তার জন্মভিটা বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায় নামকরণ করা হয়েছে বিভিন্ন স্থাপনা।

শহীদ খানের সহোদর সিনিয়র সচিব মোঃ আমিনুল ইসলাম খান বলেন, শহীদ খানের স্মরণে সেতু, সড়ক ও কলেজ এর নামকরণ করায় সমগ্র দক্ষিণাঞ্চলের মানুষ, বিশেষ করে বাকেরগঞ্জবাসী মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের প্রতি গভীরভাবে কৃতজ্ঞা প্রকাশ করেন।

 

Comments (০)
Add Comment