গাইবান্ধা প্রতিনিধি ||
গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের উত্তর হরেন সিংহা গ্রামে অবস্থিত উত্তর হরিণ সিংহা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দুটি পরিত্যক্ত ভবন নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে উন্মুক্ত নিলামের এই কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মনোয়ার হোসেনের উপস্থিতিতে নিলাম প্রক্রিয়া সম্পন্ন হয়।
নিলামে অংশগ্রহণ করেন মোট ৮৬ জন দরদাতা। এদের মধ্যে সর্বোচ্চ দরদাতা হিসেবে নির্বাচিত হন ফরহাদ কামাল বিপুল। তিনি এক লক্ষ পাঁচ হাজার টাকায় পরিত্যক্ত ভবন দুটি কিনে নেন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ভবন দুটি দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় ছিল। ব্যবহারের অযোগ্য এসব ভবন নিলামের মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয় বিদ্যালয় পরিচালনা কমিটির অনুমোদনক্রমে। বিক্রিত অর্থ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে বলেও জানান প্রধান শিক্ষক।
এদিকে, নিলাম শেষে পরে জানা গেছে—থার্ড পার্টি হিসেবে ফরহাদ কামাল বিপুলের কাছ থেকে পরিত্যক্ত ভবন দুটি এক লক্ষ ৮৫ হাজার টাকায় কিনে নেন সদর উপজেলার খোলাবাড়ি এলাকার সিজু নামে এক ব্যবসায়ী।