উন্নত যাতায়াত ব্যবস্থা জনগণের ন্যায্য অধিকার,মেহেন্দিগঞ্জে হাত পাখার প্রার্থী আবুল খায়ের

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ উন্নত যাতায়াত ব্যবস্থা জনগণের ন্যায্য অধিকার বলে মন্তব্য করেছেন বরিশাল ৪ আসনের হাত পাখার প্রার্থী মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের।

বৃহস্পতিবার বিকেলে, মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁনপুর ইউনিয়নের গণমানুষের সাথে সৌজন্য সাক্ষাতের সময় এসব কথা বলেন তিনি।

আবুল খায়ের বলেন,উন্নত যাতায়াত ব্যবস্থা জনগণের ন্যায্য অধিকার। অতএব জনগণের ন্যায্য অধিকার বাস্তবায়ন করা জনপ্রতিনিধির ন্যায্য কর্তব্য বলে আমি মনে করি। আগামী নির্বাচনে আপনারা আমাকে নির্বাচিত করলে অবশ্যই চাঁনপুরের প্রতিটি গ্রামে উন্নত যাতায়াত ব্যবস্থা সহ মানুষের সকল মৌলিক অধিকারগুলো নিশ্চিত করব ইনশাআল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার গাজী মুহাম্মদ জাহাঙ্গীর হোসেন, সেক্রেটারি এম এস আল গালিব, এসিস্ট্যান্ট সেক্রেটারি এইচ এম আল আমিন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহাম্মদ রেজাউল করীম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা তামিমুল ইসলাম, যুব নেতা মোহাম্মদ ইব্রাহিম, ছাত্র নেতা মোহাম্মদ মাইন উদ্দিন, সহ স্থানীয় নেতৃবৃন্দ।

Comments (০)
Add Comment