ক্রিকইনফোর বিপিএল সেরা একাদশে অধিনায়ক সাকিব

মাশরাফি বিন মর্তুজার পর মাত্র দ্বিতীয় অধিনায়ক হিসেবে বিপিএলে একের অধিক শিরোপা জেতার কীর্তি গড়েছেন ইমরুল কায়েস। শুক্রবার রাতে সাকিব আল হাসানের ফরচুন বরিশালকে মাত্র ১ রানে হারিয়ে ইমরুলের অধীনে দ্বিতীয় ও সবমিলিয়ে তৃতীয়বার বিপিএল চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

তবে দল চ্যাম্পিয়ন হলেও ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিতে পারেননি ইমরুল। পুরো আসরে ১১ ম্যাচ খেলে মাত্র ১৯.৬০ গড়ে ১৯৬ রান করেছেন এ বাঁহাতি ব্যাটার। এক ম্যাচে করা সর্বোচ্চ ৮১ রান বাদে বাকি ১০ ম্যাচ মিলে তার সংগ্রহ ছিল মাত্র ১১৫ রান।

যে কারণে বিপিএলের এবারের আসরের সেরা একাদশ বাছাইয়ে রাখা হয়নি চ্যাম্পিয়ন অধিনায়ককেই। দল চ্যাম্পিয়ন হতে না পারলেও, ব্যাটে-বলে উজ্জ্বল ছিলেন ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান। তার কাঁধেই অধিনায়কত্বের দায়িত্ব দিয়েছে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফো।

টুর্নামেন্ট শেষে বিপিএলের সেরা একাদশ ঘোষণা করেছে ক্রিকইনফো। যেখানে সর্বোচ্চ ৪ জন খেলোয়াড় সুযোগ পেয়েছে চ্যাম্পিয়ন দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। তবে অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে আসরে ব্যাট হাতে ২৮৪ ও বল হাতে ১৬ উইকেট নেওয়া সাকিবকে।

এছাড়া প্রথম রাউন্ডেই বাদ পড়া দুই দল মিনিস্টার ঢাকা ও সিলেট সানরাইজার্স থেকেও সুযোগ পেয়েছেন একজন করে খেলোয়াড়। আসরে তৃতীয় ও চতুর্থ হওয়া খুলনা টাইগার্স থেকে দুজন খেলোয়াড় সুযোগ পেলেও, রানার্সআপ হওয়া ফরচুন বরিশাল থেকে আছেন একজন খেলোয়াড়।

এই একাদশের তিন বিদেশি হলেন খুলনা টাইগার্সের আন্দ্রে ফ্লেচার, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের উইল জ্যাকস এবং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মইন আলি। উইকেটরক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন সিলেট সানরাইজার্সের তারকা ক্রিকেটার এনামুল হক বিজয়।

ক্রিকইনফোর বিপিএল সেরা একাদশ

১/ তামিম ইকবাল (মিনিস্টার ঢাকা) – ৪০৭ রান
২/ উইল জ্যাকস (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) – ৪১৪ রান
৩/ আন্দ্রে ফ্লেচার (খুলনা টাইগার্স) – ৪১০ রান
৪/ সাকিব আল হাসান (ফরচুন বরিশাল) – ২৮৪ রান, ১৬ উইকেট
৫/ মইন আলি (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) – ২২৫ রান, ৯ উইকেট
৬/ ইয়াসির আলি (খুলনা টাইগার্স) – ২১৯ রান
৭/ এনামুল হক বিজয় (সিলেট সানরাইজার্স) – ২৮০ রান, ৪ ডিসমিসাল
৮/ সুনিল নারিন (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) – ১৫৯ রান, ৪ উইকেট
৯/ শহিদুল ইসলাম (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) – ১৪ উইকেট
১০/ মৃত্যুঞ্জয় চৌধুরী (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স) – ১৫ উইকেট
১১/ মোস্তাফিজুর রহমান (কুমিল্লা ভিক্টোরিয়ান্স) – ১৯ উইকেট

Comments (০)
Add Comment