গ্রামীণ নারীদের উদ্যোক্তা করতে বরিশালে উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদকঃ
গ্রামীণ নারীদের প্রশিক্ষণের মধ্যদিয়ে উদ্যোক্তা হিসেবে তৈরি এবং জরায়ুমুখের ক্যান্সার, ঝুঁকি, টিকা গ্রহণ বিষয়ে ধারণা দিতে বরিশালে উঠান বৈঠক হয়েছে।

তথ্য কেন্দ্র, বরিশাল সদরের উদ্যোগে বুধবার দুপুরে বরিশাল সদর উপজেলার কাশিপুরের উত্তর শারশি গ্রামে এই বৈঠক হয়।

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুব উল্লাহ মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাহবুবুর রহমান ভূঁঞা, বিশেষ অতিথি ছিলেন, বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মেহেরুন নাহার মুন্নি, বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজহারুল ইসলাম ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মেহেদী হাসান।

তথ্যসেবা কর্মকর্তা মাহাবুবা সিকদারের সঞ্চালনায় ১শ কিশোরী-নারী অংশগ্রহণ করেন।

Comments (০)
Add Comment