ঘূর্ণিঝড় ”আসা‌নির” কারনে বরিশালে অনুষ্ঠিতব্য ‘জয় বাংলা উৎসব’ স্থগিত করা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঘূর্ণিঝড় আসা‌নি ক্রমশই ব‌াংলা‌দে‌শের উপকূ‌লের দিকে এ‌গি‌য়ে আসায় বরিশালে অনুষ্ঠিতব্য ‘জয় বাংলা উৎসব’ স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার রা‌তে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন দি ব‌রিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডা‌স্ট্রির সভাপ‌তি সাইদুর রহমান রিন্টু।

তি‌নি ব‌লেন, ১২ মে সন্ধ্যায় বরিশাল সিটি করপোরেশনের সহযোগিতায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জয় বাংলা উৎসবের আয়োজন করেছিল বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। সাইদুর রহমান রিন্টু জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কণ্ঠে উচ্চারিত প্রেরণাদিপ্ত শ্লোগান ‌‘জয় বাংলা’ জাতীয় শ্লোগান হিসেবে ঘোষণা করায় বরিশালে ‘জয় বাংলা উৎসব’ আয়োজন করা হয়েছিল।

এ‌তে প্রধান অ‌তি‌থি থাকার কথা ছি‌লো প্রধানমন্ত্রীর উপ‌দেষ্টা সালমান এফ রহমান ও বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ। তবে ঘূর্ণিঝড় আসা‌নির প্রভাবে বিরূপ আবহাওয়ার কারণে ১২ মে সন্ধ্যায় অনুষ্ঠিতব্য উৎসব সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

আবহাওয়া স্বাভাবিক হলে পরবর্তী নির্ধারিত তারিখ সবাইকে জানিয়ে দেওয়া হবে।

জয় বাংলা উৎস‌বে গান প‌রিবেশ‌নের কথা ছি‌লো তাপস এন্ড ফ্রেন্ডস এর।

Comments (০)
Add Comment