চাঞ্চল্যকর লিটন হত্যা মামলার প্রধান আসামি মিলন গ্রেফতার

স্টাফ রিপোর্টারঃ বরিশালের কাশিপুরে চাঞ্চল্যকর লিটন শিকদার হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত মোঃ মিলন গাজী (৩২) ও তার স্ত্রীকে ঢাকা উত্তরখান থানাধীন মাষ্টারবাড়ী এলাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাব-৮ ।

শনিবার (২৩ আগষ্ট) এ বিষয়টি নিশ্চিত করেন বরিশাল র‍্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান।

তিনি জানান, আজ শনিবার দুপুর দেড়টায় র‌্যাব-৮, র‌্যাব-১, সিপিসি-২, উত্তরা ঢাকা এর যৌথ আভিযানে ঢাকা মহানগরের উত্তরখান থানাধীন মাষ্টারবাড়ী এলাকায় অভিযান চালিয়ে বরিশাল বিমানবন্দর থানাধীন বসত ঘরে হামলা করে ভাংচুর ও অগ্নি সংযোগ এবং কুপিয়ে লিটন শিকদারকে চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত মোঃ মিলন গাজী(৩২), পিতা- আয়নাল গাজী ও অন্যতম অভিযুক্ত মোসাঃ ইলা (২৪), স্বামী-মোঃ মিলন গাজী, কে বরিশাল থেকে গ্রেফতার করা হয়। মিলনকে বিএমপি’র বিমানবন্দর থানায় এবং ইলা’কে কোতয়ালী থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ, পারিবারিক বিরোধের জের ধরে ৩১ জুলাই তারিখ মোঃ মিলন গাজী(৩২) ও স্ত্রী  মোসাঃ ইলা (২৪) একত্রিত হয়ে রামদা, দা সহ দেশীয় অস্ত্র দিয়ে মো: লিটন শিকদার পূর্ব বিল্লা বাড়ি বসতবাড়িতে গিয়ে মোঃ সুমনকে ধাওয়া করে। সে সময় সুমন প্রাণ বাঁচাতে লিটু শিকদারের ঘরে আশ্রয় নেয়। এসময় সুমনকে না পেয়ে ঘরের সামনে থাকা মোটরসাইকেলটি রাস্তায় নিয়ে আগুন ধরিয়ে দেয় ও লিটনকে টেনে হিচড়ে বাইরে পুকুরে নিয়ে পানিতে চুবিয়ে এবং এলোপাতাড়ি কুপিয়ে হাতের কুনুই বিচ্ছিন্ন করে পুকুরে ফেলে রাখে। পরিবারের লোকজন বাচাতে এগিয়ে আসলে তাদেরকেও কুপিয়ে জখম করে আসামিরা। পরে পুলিশ লিটনকে উদ্ধার করে শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিম লিটনকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় লিটনের বোন বাদী হয়ে বরিশাল মহানগরের বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করেন।

চাঞ্চল্যকর লিটন হত্যা মামলার প্রধান আসামি মিলন গ্রেফতার
Comments (০)
Add Comment