ছাত্রলীগের হামলার বিচার দাবিতে বরিশালে শিক্ষার্থীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ
বরিশালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সরকারি বরিশাল কলেজের আন্দোলনরত শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের হামলার বিচার দাবিতে মানববন্ধন হয়েছে।

বুধবার দুপুর ১২টায় ক্যাম্পাসের সামনে সাধারণ শিক্ষার্থীরা এই মানববন্ধন করে।

মানববন্ধনে শিক্ষার্থীরা জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৩ আগস্ট ছাত্রলীগের সন্ত্রাসী সৌরভ ও ইমরানের নেতৃত্বে তাদের উপর অতর্কিত হামলা চালানো হয়। আমরা এর কোন বিচার পাইনি সে সময়ে। সৌরভ ও ইমরানের নেতৃত্বে আমাদের সামনে আমাদের ভাইদের মারধর করা হয়েছে। মেয়েদের শ্লীলতাহানি করা হয়েছে। আমরা শিক্ষার্থীরা আইন নিজেদের হাতে তুলে না নিয়ে প্রশাসনের কাছে জানাচ্ছি। আমরা লিখিত অভিযোগ দিয়ে সুষ্ঠু বিচার দাবি করছি। যদি আমরা এর সুষ্ঠু বিচার না পাই তাহলে আমরা কঠোর আন্দোলনের যেতে বাধ্য হব।

এসময় বক্তৃতা দেন, বরিশাল কলেজ শিক্ষার্থী মাহাজাবিন খান আরিশা, লামিয়া আক্তার কান্তা, মাশফি শরীফ, তানভির আহাম্মেদ রাফি, তৌহিদুল ইসলাম, তাইবিন ইসলাম, সাজ্জাদ বিন সাখাওয়াত, জাহিদুল ইসলাম, সোহানুর রহমান সেতু, অদ্রিতা ঘোষ প্রমুখ।

Comments (০)
Add Comment