জুলাই সনদের আদেশ ড.মুহাম্মদ ইউনূসকেই জারি করতে হবে- বরিশালে হাসানাত 

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘গণভোটের সঙ্গে সঙ্গে জুলাই সনদের আদেশ দিতে হবে। এই আদেশ অবশ্যই ড. মুহাম্মদ ইউনূসকে জারি করতে হবে।’

রবিবার (০২ নভেম্বর) বিকালে বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির জেলা ও মহানগর আয়োজিত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমরা দেখছি একটা পক্ষ চায় চুপ্পু (রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন চুপ্পু) এই জুলাই সনদের আদেশ দেবেন। চুপ্পু জুলাই সার্টিফিকেট দিচ্ছেন, এটি জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধারা যদি জানে, তাহলে তারা সবাই একসঙ্গে আত্মহত্যা করবে।’

হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, ‘গণ-অভ্যুত্থান-পরবর্তী এই সরকারের যদি সংস্কার ও জুলাই সনদ ঘোষণা দেওয়ার ম্যান্ডেট না থাকে, তাহলে এই সরকার কোন ম্যান্ডেটে নির্বাচন দেবে; সেই ম্যান্ডেটটি আমি দেখতে চাই। ‘এই সরকারের যেমন নির্বাচনের ম্যান্ডেট রয়েছে, এই সরকারের জুলাই সনদের ম্যান্ডেট রয়েছে, আবার এই সরকারেরই সংস্কারের ম্যান্ডেট রয়েছে। সুতরাং সংস্কার প্রক্রিয়া যথাসময়ে সম্পন্ন করে ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন হতে হবে। এনসিপি যেই অবস্থান নেবে, দিনশেষে সব রাজনৈতিক দল সেই অবস্থান নেবে।

নির্বাচনী আসন নিয়ে হাসনাত বলেন, তিনশ আসনেই সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধির জন্য এনসিপি কাজ করে যাচ্ছে। আমরা যেনো একটা গুণগত, কাঠামোগত রূপান্তরের মধ্য দিয়ে একটা গ্রহণযোগ্য গণতান্ত্রিক নির্বাচনের দিকে যেতে পারি তার জন্য বড় দায়িত্ব রাজনৈতিক দলগুলোর।

শাপলা প্রতীক নিয়ে তিনি বলেন, শাপলা প্রতীক কেনো দিবেনা তার ব্যাখ্যা দেয়নি নির্বাচন কমিশন। যার ফলে এই নির্বাচন কমিশন নিয়ে সংশয় দেখা দিয়েছে, যদি নির্বাচনে কোনো অনিয়ম হয় তখনও তার ব্যাখ্যা দিবে কিনা।

সভায় প্রধান বক্তা ছিলেন, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন। সভাপতিত্ব করেন বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা।

Comments (০)
Add Comment