টানা বৃষ্টিপাত ও নদীর পানিতে বরিশালের নিম্নাঞ্চল প্লাবিত

নিজস্ব প্রতিবেদক:

দ‌ক্ষি‌ণে টানা বৃ‌ষ্টিপাত ও নদীর পা‌নি বিপৎসীমা অ‌তিক্রম করায় ব‌রিশা‌লের নিম্নাঞ্চল প্লা‌বিত সহ অ‌নেক এলাকার মানুষ পা‌নি ব‌ন্দি হ‌য়ে প‌ড়ে‌ছে।

এ‌তে ভোগা‌ন্তি‌তে প‌ড়ে‌ছে সাধারণ মানুষ। জরুরী প্রয়োজন ছাড়া ঘর থে‌কে বের হয়‌নি অ‌নে‌কেই। 

রবিবার ভোর রাত থে‌কে টানা বৃ‌ষ্টিপা‌ত হ‌চ্ছে দ‌ক্ষিণাঞ্চ‌লে। ব‌রিশাল আবহাওয়া অ‌ধিদপ্ত‌রের জ্যেষ্ঠ পর্যবেক্ষক আব্দুল কুদ্দুস ব‌লেন, রবিবার বিকাল ৩টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ব‌রিশা‌লে ৫৭ দশ‌মিক ৪ মি‌লি‌মিটার বৃ‌ষ্টিপাত রেকর্ড করা হ‌য়ে‌ছে। যা এখনও চলমান র‌য়ে‌ছে। এছাড়া বাতা‌সের গ‌তি‌বেগ র‌য়ে‌ছে ৮ থে‌কে ১০ ন‌টিক‌্যাল মাইল। তি‌নি জানান, উত্তর প‌শ্চিম ব‌ঙ্গোপসাগ‌রে সৃষ্ট লঘুচাপ‌টি নিন্মচা‌পে প‌রিণত হ‌য়ে‌ছে। যে কার‌ণে এমন আবহাওয়ার সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে। যে কার‌ণে সমুদ্র বন্দ‌রে ৩ নম্বর সতর্ক সং‌কেত ও নদ‌ী বন্দ‌রে ২ নম্বর হু‌শিয়া‌রি সং‌কেত জা‌রি করা হ‌য়ে‌ছে।

এ‌দি‌কে টানা বৃ‌ষ্টিপা‌তের কার‌ণে ব‌রিশাল নগরীর বটতলা, ক‌লেজ এভি‌নিউ, ক‌লেজ রো, গোরস্থান রোড, শ্রীনাথ চ‌্যাটার্জী লেন, আগরপুর রোড ও ভা‌টিখানাসহ বি‌ভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

Comments (০)
Add Comment