ঢাকায় হরিজনদের উচ্ছেদের প্রতিবাদে বরিশালে নাগরিক সমাবেশ

স্টাফ রিপোর্টার: ঢাকার বংশালে হরিজন সম্প্রদায়কে উচ্ছেদের প্রতিবাদে বরিশালে নাগরিক সমাবেশ হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) বেলা ১১টায় অশ্বিনী কুমার হলের সামনে বরিশালের প্রগতিশীল নাগরিকদের ব্যানারে এ কর্মসূচি হয়েছে। সমাবেশ থেকে বিনা নোটিশে হরিজন সম্প্রদায়কে উচ্ছেদের প্রতিবাদ জানানো হয়।

কাজল দাসের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা কিশোর কুমার বালার সঞ্চালনায় বক্তৃতা দেন, ট্রেড ইউনিয়ন কেন্দ্র বরিশাল জেলা সভাপতি একে আজাদ, গণসংহতি আন্দোলনের বরিশাল জেলা সমন্বয়কারী দেওয়ান আবদুর রশিদ নিলু, শাহ আজিজ খোকন, সাবেক ছাত্রনেতা হিরণ কুমার দাস মিঠু, উদীচী বরিশালের সাধারণ সম্পাদক স্নেহাংশু কুমার বিশ্বাস, সাংবাদিক সুশান্ত ঘোষ। আরও বক্তৃতা দেন, ছাত্র ইউনিয়ন নেতা সুজয় সরকার, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুজয় শুভ, হরিজন সম্প্রদায়ের প্রতিনিধি হৃদয় কুমার ভক্ত প্রমুখ।

বক্তারা বলেন, আমাদের সংবিধান ও রাষ্ট্র এদেশের নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করে না। এরই ধারাবাহিকতায় হরিজনপল্লী উচ্ছেদ করে অবকাঠামোগত উন্নয়নের পাঁয়তারা করছে সরকার। পাহাড় থেকে সমতলের যেকোনো জায়গায় জাতিসত্ত্বা উপর নিপীড়ন ও উচ্ছেদের যে চক্রান্ত করছে দেশের মানুষ তা প্রতিহত করবে।##

 

Comments (০)
Add Comment