ঢাকা-পটুয়াখালী মহাসড়কে ট্রাক উল্টে ১ঘন্টা যান চলাচল বন্ধ

পটুয়াখালী প্রতিনিধি-অমিত খান

ঢাকা-পটুয়াখালী মহসড়কের মৌকরণ ব্রিজের ঢালে ট্রাক উল্টে ১ঘন্টা যান চলাচল ব্যাহত হয়েছে। শনিবার ,২৬ জুন রাত আনুমানিক ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

স্থানীয় জাকির হোসেন নামে এক ব্যাক্তি জানান,পটুয়াখালী থেকে বরিশালের পথে মালামাল বোঝাইকৃত একটি ট্রাক যাচ্ছিলো।একটি যাত্রীবাহী বাস কে সাইড দিতে গিয়ে ঢাকা- পটুয়াখালী  মহাসড়কের মৌকরণ ব্রিজের ঢালে এসে ট্রাকটি উল্টে যায়। এতে প্রায় ১ঘন্টা যান চলাচল বন্ধ থাকে, যান চলাচল বন্ধ থাকায় পায়রা সেতুর টোলঘর সংলগ্ন পাগলার মোড় থেকে মৌকরন ব্রিজ পর্যন্ত, ওপাশে বদরপুর পর্যন্ত তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সহযোগীতায় ট্রাকটি সড়িয়ে আনা হয়। এরপর থেকে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা যায়।

স্থানীয় আরেক বাসিন্দা শুভ খান বলেন, মৌকরন ব্রিজের দুই পাড়ে মূল সড়ক সরু পাশে কোনো জায়গা নেই, এজন্য প্রায়ই এই স্থানে  দুর্ঘটনা ঘটে। দিন দিন এই সড়কে পরিবহন সহ অন্যান্য গাড়ির সংখ্যা বাড়বে তাই দুর্ঘটনাও বহুগুণ বেড়ে যাবে তাই দুর্ঘটনা এড়াতে সড়ক প্রশস্থ করার দাবী জানিয়ে কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।

Comments (০)
Add Comment