ঢাকা-বরিশালগামী গ্রিন লাইন পরিবহনের চলন্ত বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-বরিশালগামী গ্রিন লাইন পরিবহনের একটি চলন্ত বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকান্ডে পুরো বাসটি পুড়ে গেলেও বাসটিতে থাকা ২০জন যাত্রীর কেউ হতাহত হয়নি।

  • ৬ মার্চ,বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।বাসের ইঞ্জিন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে তথ্য নিশ্চিত করে, গৌরনদী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশন কর্মকর্তা বিপুল হোসেন জানান, ঢাকা থেকে সকালে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে গ্রিন লাইন পরিবহনের ওই বাসটি। সকাল পৌনে ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কে উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে

  • তিনি বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ৪০মিনিটের প্রচেষ্টায় চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। এ সময় বাস স্টাফসহ ২০ জন যাত্রী ছিলো বাসটিতে। আগুন ছড়িয়ে পড়ার আগেই সবাই গাড়ি থেকে নেমে পড়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।বাসের ইঞ্জিন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

 

Comments (০)
Add Comment