ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুরে ট্রাক উল্টে-নিহত ২

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়ে পড়ে গেছে। এতে ট্রাকের দুই নারী যাত্রী নিহত হয়েছেন। আর কমপক্ষে  আহত হয়েছেন ২১ জন।

২৬ জুন,বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান।

ওসি আমিনুর রহমান জানান, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে মুন্সীগঞ্জ থেকে বেদে সম্প্রদায়ের অন্তত ২৫ জন নারী-পুরুষ ও শিশুদের নিয়ে একটি ট্রাক পিরোজপুরের ভান্ডারিয়ার উদ্দেশে যাচ্ছিল। মহাসড়কের উজিরপুরের মোড়াকাঠি এলাকা অতিক্রমকালে বেপরোয়াগতির যাত্রিবাহী বাসের কারনে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকটি মহাসড়কের পাশের পুকুরে উল্টে পড়ে যায়। এতে বেদে সম্প্রদায়ের দুই নারী যাত্রী নিহত ও ২৩ জন আহত হয়।

নিহতরা হলেন- মুন্সিগঞ্জ জেলার তুফানী বেগম (২৮) ও শরিয়তপুর জেলার রাজিয়া বেগম (৩০)। হতাহতরা সকলেই বেদে সম্প্রদায়ের বাসিন্দা।

খবরপেয়ে স্থানীয়দের সহায়তায় উজিরপুর থানা পুলিশ, গৌরনদী ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করা হয়। দুর্ঘটনার পর ঢাকা-বরিশাল মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়।

সন্ধ্যা সাড়ে ৬টায় যান চলাচল স্বাভাবিক হয়। দূর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে বলে জানান গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান।

Comments (০)
Add Comment