স্টাফ রিপোর্টার : বরিশালের বাবুগঞ্জ উপজেলা রহমতপুর ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস ও মটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোহাম্মদ সজীব (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। পাশাপাশি এ ঘটনায় আহত অপর মোটরসাইকেল আরোহী আনন্দ (৩৫) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (২১ মার্চ) দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলা রহমতপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে বরিশালের বরগুনার উদ্দেশে যাত্রী নিয়ে যাচ্ছিল মোড়ল এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাস। এ সময় বিপরীত দিক থেকে আসা মটর সাইকেলের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মটর সাইকেলে থাকা দুই ব্যক্তি গুরুতর আহত হলে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন হাসপাতালের চিকিৎসক সজীবকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন শিকদার জানান, দুর্ঘটনার পর কাছাকাছি থানা পুলিশের সদস্যরা ছিলেন। তখন তারা ধাওয়া করে বাসের চালককে আটক করে। এছাড়াও বাস ও মটর সাইকেল তাদের হেফাজতে রয়েছে।
এ ঘটনায় নিহতের পরিবার আইনগত ব্যবস্থা নিবে বলে জানান তিনি।