ঢাকা-ব‌রিশাল মহাসড়ক অব‌রোধ ক‌রে ই‌জিবাইক শ্রমিকদের বি‌ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: ব‌রিশা‌লের বি‌ভিন্ন স্থা‌নে যাত্রীবা‌হি ই‌জিবাইক আট‌কের প্রতিবা‌দে ঢাকা ব‌রিশাল মহাসড়ক অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভ ক‌রে‌ছে ই‌জিবাইক চালকরা।

ঘন্টাব‌্যা‌পি অব‌রোধ শে‌ষে পু‌লি‌শের আশ্বা‌সে সড়ক অব‌রোধ তু‌লে নেওয়া হয়।

বুধবার দুপুর ১টা থে‌কে ঢাকা ব‌রিশাল মহাসড়‌কের সৈয়দ হা‌তেম আলী ক‌লেজ চৌমাথা এলাকায় বি‌ক্ষোভ ক‌রে চালকরা। ই‌জিবাইক চালক মো: সাদ্দাম ব‌লেন, রুপাতলী বাস টা‌র্মিনা‌লের সাম‌নে সকাল থে‌কে ৫‌টি ই‌জিবাইক আটক ক‌রে পু‌লিশ। এর প্রতিবা‌দে সেখা‌নে ই‌জিবাইক চালকরা বি‌ক্ষোভ কর‌লে পা‌র্কিং সু‌বিধা নি‌শ্চিত সহ আটককৃত গা‌ড়িগু‌লো ছাড়ার আশ্বাস দেওয়া হ‌লে প‌রি‌স্থি‌তি শান্ত হয়।

এরপর আমতলার মোড় এলাকায় দুই‌টি ই‌জিবাইক এবং চৌমাথা এলাকায় ৮‌টি ই‌জিবাইক আটক করে পু‌লিশ। এর প্রতিবা‌দে আমরা সড়ক অব‌রোধ ক‌রে বি‌ক্ষোভ ক‌রে‌ছি।

বাসদ ব‌রিশাল জেলা শাখার সদস‌্য স‌চিব ডা: মনীষা চক্রবর্তী ব‌লেন, ঘন্টাব‌্যা‌পি মহাসড়ক অব‌রোধ ক‌রে ই‌জিবাইক চালক‌দের বি‌ক্ষো‌ভের পর পু‌লিশ পা‌র্কিং এর ব‌্যবস্থা করার আশ্বাস দেয় এবং আটক হওয়া ১৫‌টি ই‌জিবাইক বৃহস্প‌তিবার ছে‌ড়ে দেওয়া হ‌বে ব‌লে জানায়। আশ্বা‌সে শান্ত হ‌য়ে এবং জন‌ভোগা‌ন্তির কথা চিন্তা ক‌রে সড়ক অব‌রোধ থে‌কে স‌রে আ‌সে ই‌জিবাইক চালকরা।

ব‌রিশাল মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের ট্রা‌ফিক বিভা‌গের অ‌তি‌রিক্ত উপ ক‌মিশনার শেখ মোহাম্মদ সে‌লিম ব‌লেন, আপাতত আমরা সড়ক অব‌রোধকা‌রি‌দের বু‌ঝি‌য়ে সড়ক থে‌কে স‌রি‌য়ে দি‌য়ে যানবাহন চলাচল স্বাভা‌বিক ক‌রে‌ছি। বল‌লেই তো আর আমরা পা‌র্কিং এর জায়গা দি‌তে পার‌বো না, এটা দেওয়ার কাজ সি‌টি কর‌পো‌রেশ‌নের। তাছাড়া এসব ই‌জিবাইক মহাসড়‌কে চলাটাও বেশ ঝু‌কিপূর্ণ। দুর্ঘটনা হ‌লে সেটার দায় পু‌লিশ‌কেই দেওয়া হ‌বে। ই‌জিবাইক চলাচ‌লের বিষ‌য়ে উর্ধ্বতন কতৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত নি‌বে।

ত‌বে আটক হওয়া কোনো ই‌জিবাইক ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়‌নি বা তা‌দের আশ্বাসও দেওয়া হয়‌নি।

Comments (০)
Add Comment