তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসক গেল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র উদ্বোধন

“এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” এই স্লোগান নিয়ে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষ্যে বরিশালে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট’র এর উদ্বোধন করা হয়েছে।

৩০সেপ্টেম্বর,মঙ্গলবার বিকাল ৩ টায় বরিশাল জেলা প্রশাসন এর আয়োজনে কবি জীবনানন্দ দাশ স্টেডিয়াম (আউটার স্টেডিয়াম) এ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ রায়হান কাওছার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসকমোহাম্মদ দেলোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল রেঞ্জ ডিআইজি মোঃ মঞ্জুর মোর্শেদ আলম,বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম,পুলিশ সুপার মোঃ শরিফ উদ্দীন সহ বরিশাল জেলার সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ খেলোয়াড়বৃন্দরা উপস্থিত ছিলেন।

শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তলন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

পরে সংক্ষিপ্ত এক আলোচনা শেষে অতিথিরা বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে বাকেরগঞ্জ বনাম মেহেন্দিগঞ্জ উপজেলার মধ্যকার উদ্বোধনী খেলা দিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর পর্দা উন্মোচিত হয়।

বরিশাল জেলার ১০ টি উপজেলা এবং বরিশাল সিটি কর্পোরেশনসহ মোট ১১টি দল নিয়ে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। খেলায় চ্যাম্পিয়ন ১ লক্ষ টাকা ও রানার্স আপ ৫০ হাজার টাকা। বাকেরগঞ্জ বনাম মেহেন্দিগঞ্জ উপজেলার মধ্যকার খেলায় মেহেন্দিগঞ্জ ২-১ গোলে জয়লাভ করেন।

Comments (০)
Add Comment