তীব্র গরমে পথচারীদের তৃষ্ণা নিবারণে বিএনপির মানবিক উদ্যোগ

নিজস্ব প্রতিবেদকঃ
তীব্র গরমে পথচারী ও শ্রমজীবীদের তৃষ্ণা নিবারণে ঠান্ডা শরবত বিতরণের মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করেছে বরিশাল (দক্ষিণ) জেলা বিএনপি ।

১১ মে,রবিবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বরিশাল জেলা বিএনপির (দক্ষিণ) সদস্য সচিব আবুল কালাম শাহিন, জেলা যুবদলের (দক্ষিণ) যুগ্ম সাধারণ সম্পাদক উলফৎ রানা রুবেল, সহ সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম ইয়াদ, মহানগর ছাত্রদলের সহ সভাপতি আবদুল্লাহ আল মামুন, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম ইমরান প্রমুখ।

বিএনপি নেতা আবুল কালাম শাহিন বলেন, প্রচন্ড দাবদাহে খেটেখাওয়া মানুষ চরম দুর্ভোগে রয়েছে। তাই প্রতি সমবেদনা জানাতে আমাদের এই ক্ষুদ্র আয়োজন।

 

Comments (০)
Add Comment