থ্রি হুইলার চালকদের উপর অত্যাচার ও হয়রানির প্রতিবাদে বরিশালে মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা কুয়াকাটা সড়‌কের হিরন প‌য়ে‌ন্টে থ্রি হুইলার চালক‌দের উপর অত‌্যাচার ও হয়রা‌নির প্রতিবা‌দে সড়ক অ‌বরোধ ক‌রে ঘন্টাব‌্যা‌পি বি‌ক্ষোভ করা হ‌য়ে‌ছে।

সোমবার দুপুর ১টায় ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যালয় সংলগ্ন হিরন প‌য়ে‌ন্টে মহাসড়ক অব‌রোধ করা হয়। প‌রে পু‌লি‌শের আশ্বা‌সে এক ঘন্টা পর সড়ক অব‌রোধ তু‌লে নেয় থ্রি হুইলার চালকরা।

ব‌্যাটা‌রিচা‌লিক রিক্সা ভ‌্যান ই‌জিবাইক চালক সংগ্রাম প‌রিষ‌দের নেতা শ‌হিদুল ইসলাম ব‌লেন, হিরন প‌য়ে‌ন্টে বাস মা‌লিক স‌মি‌তির নেতাকর্মীরা অ‌বৈধভা‌বে একটা চেক‌পোস্ট ব‌সি‌য়ে আমা‌দের থ্রি হুইলার চালক‌দের উপর হামলা কর‌ছে প্রতি‌নিয়ত। এর আমরা সুষ্ঠ সমাধান চাই। আমরা কোথাও যাত্রী নি‌য়ে যে‌তে পা‌রিনা বাস মা‌লিক স‌মি‌তির নেতাকর্মী‌দের কার‌নে।

ব‌্যাটা‌রিচা‌লিক রিক্সা ভ‌্যান ই‌জিবাইক চালক সংগ্রাম প‌রিষ‌দের উপ‌দেষ্টা ডা: মনীষা চক্রবর্তী ব‌লেন, ‌দিন দিন বাস মা‌লিক স‌মি‌তির নেতারা থ্রি হুইলার চালক‌দের উপর নির্যাতন বাড়‌ছে। মহাসড়কে থ্রি হুইলার চলাচলের জন্য সার্ভিস লেন চালু করার দাবি জানাচ্ছি। ঘন্টাব‌্যা‌পি সড়ক অব‌রো‌ধের পর পু‌লি‌শের আশ্বা‌সে সড়ক অব‌রোধ প্রত‌্যাহার করা হয়।

ব‌রিশাল বন্দর থানা পু‌লি‌শের ও‌সি মো: আসাদুজ্জামান ব‌লেন, বাস মা‌লিক স‌মি‌তির নেতারা অ‌নেক আ‌গে থে‌কেই থ্রি হুইলার মহাসড়‌কে চল‌তে দেয় না। তা‌দের দাবী হাই‌কো‌র্টের নি‌ষেধাজ্ঞা র‌য়ে‌ছে তাই চল‌তে দেয়া যা‌বে না। এই সমস‌্যা অ‌নেক আগ থে‌কেই।

আমরা বিষয়‌টি নি‌য়ে আ‌লোচনা কর‌বো, সেই আশ্বা‌সে সড়ক অব‌রোধ তু‌লে নি‌য়ে‌ছে থ্রি হুইলার চালকরা।

Comments (০)
Add Comment