দুর্নীতি ও দুঃশাসন নামক অভিশাপ থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে-হাত পাখার প্রার্থী আবুল খায়ের

স্টাফ রিপোর্টার: দুর্নীতি ও দুঃশাসন নামক অভিশাপ থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন বরিশাল-৪ আসনের হাত পাখার প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারি মহাসচিব মুফতি সৈয়দ এছহাক মুহাম্মদ আবুল খায়ের।

সোমবার, বিকেলে, মেহেন্দিগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ও চর গোপালপুর ইউনিয়নের গণমানুষের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

হাত পাখার প্রার্থী আবুল খায়ের বলেন,বিজয়ের ৫৪ বছরে দেশে বারবার ক্ষমতার পালাবদল হয়েছে কিন্তু এদেশের মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত। দেশের জনগণ এখনো শোষণ বঞ্চনার শিকার। সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের করাল গ্রাসে নিমজ্জিত। বিগত দিনে যারা দেশ পরিচালনা করেছে প্রত্যেকেই দুর্নীতি ও দুঃশাসনের সাথে জড়িত ছিল, আমরা দেখেছি বাংলাদেশেকে বিশ্বমঞ্চে পাঁচবার চ্যাম্পিয়ন করেছে। এ দেশ থেকে ২৮ লক্ষ ৬০০ কোটি টাকা বিদেশে পাচার করেছে, বিশ্বব্যাংকের হিসাব অনুযায়ী এই অর্থ দিয়ে ২০০ টি পদ্মা সেতু হত।

তিনি আরো বলেন একটি পদ্মা সেতুরও বাজেট যদি বরিশাল বিভাগে দেয়া হতো তাহলে বরিশাল অঞ্চলের প্রতিটি রাস্তাঘাট চকচকে হতো কিন্তু দুঃখের বিষয় মানুষ তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তিনি জনগণের উদ্দেশ্যে বলেন বাংলাদেশের সকল সমস্যার মূলে একমাত্র দুর্নীতি ও দুঃশাসন নামক অভিশাপ এমতাবস্থায় আগামীর বাংলাদেশকে দুর্নীতি ও দুঃশাসন মুক্ত সুখী সমৃদ্ধ দেশ গড়তে হয় তাহলে জনগনকে ঐক্যবদ্ধভাবে ইসলামকে রাষ্ট্রক্ষমতায় নেয়ার মাধ্যমে দুর্নীতি ও দুঃশাসন নামক অভিশাপ থেকে বাংলাদেশকে রক্ষা করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এইচ এম আল আমিন, পৌর শাখার সহ-সভাপতি আব্দুল গনি বেপারি, ইসলামী যুব আন্দোলনন বাংলাদেশ মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশিক্ষণ সম্পাদক ইব্রাহিম হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জাঙ্গালিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা সুলাইমান হোসেন, চর গোপালপুর ইউনিয়ন সভাপতি মুহাম্মদ আমির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Comments (০)
Add Comment