দ্রুততম সময়ে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করবার দাবিতে বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার: বরিশাল নগরীতে ধর্ষনের বিচার নিশ্চিতের লক্ষ্যে দ্রুততম সময়ে বিচার বিভাগের বিশেষ ট্রাইব্যুনাল গঠন এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মূত্যুদন্ড কার্যকর করার বিধান রেখে প্রজ্ঞাপন জারির দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

সোমবার (১০ মার্চ) রাত ১০ টায় নগরীর সদর রোড টাউনহল চত্বর ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের উদ্যোগে সভাপতি গাজী মুহাম্মাদ রেদোয়ান এর সভাপতিত্বে ও নাজমুল ইসলাম সুজন এর সঞ্চালনায় এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় সভাপতির বক্তব্যে গাজী রেদোয়ান বলেন, দেশব্যাপী লাগাতার ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় জাতি আজ ক্ষুব্ধ। বাংলাদেশে ধর্ষণ মহামারী রূপ নিয়েছে। প্রতিদিন কোথাও না কোথাও আমাদের মা-বোনেরা পাশবিক নির্যাতনের শিকার হচ্ছেন, অথচ প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনী এসব অপরাধ দমনে কার্যকর কোনো ব্যবস্থা নিতে ব্যর্থ হচ্ছে।

তিনি আরও বলেন, মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র- আসক এর তথ্য অনুযায়ী, শুধুমাত্র ২০২৫ সালের জানুয়ারি মাসে সারা দেশে ধর্ষণের শিকার হয়েছেন ৩৯ জন নারী। এদের মধ্যে ধর্ষণের ঘটনা ঘটেছে ২১টি এবং দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন ১৮ জন। এমতাবস্থায় ধর্ষণ সহ সকল অপরাধ প্রবানতা কমিয়ে আনতে হলে দ্রুততম সময়ে দৃশ্যমান বিচার করতে হবে। মাগুরার শিশু আছিয়ার সাথে ঘটে যাওয়া বিভীষিকাময় ঘটনা যে কারো মনে ক্ষোভের সৃষ্টি করেছে। আছিয়া মিডিয়ায় কল্যানে প্রধান শিরোনাম হলেও এমন হাজারো আছিয়া শিরোনামে আসে না এবং অপরাধী শাস্তি পান না।
তাই দ্রুততম সময়ে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে।এতে আর কেউ ধর্ষণের মতো এহেন খারাপ কাজ করার সাহস পাবে না।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগরের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবুল হাসান মুহাম্মাদ ইয়াহহিয়া, প্রচার সম্পাদক মাওলানা শফিকুল ইসলাম, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা আরিফুর রহমান, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর সাধারণ সম্পাদক মুহাম্মাদ জাহিদুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাবেক কেন্দ্রীয় দাওয়াহ ও দফতর সম্পাদক গাজী মুহাম্মাদ আলী হায়দার, কেন্দ্রীয় শূরা সদস্য তানভীর আহমেদ শোভন, বরিশাল মহানগর সহ-সভাপতি মুহাম্মাদ সিরাজুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক মুহাম্মাদ ফয়জুল করীম নেতৃবৃন্দ।

দ্রুততম সময়ে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর করবার দাবিতে বিক্ষোভ মিছিল
Comments (০)
Add Comment