ধর্মঘট প্রত্যাহার-বরিশাল দক্ষিনাঞ্চলের ১৫ রুটে বাস চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদকঃ ধর্মঘট প্রত্যাহার করে বরিশাল রূপাতলী বাস টার্মিনাল থেকে ১৫ রুটে বাস চলাচল শুরু করার ঘোষণা দিয়েছে বরিশাল বাস শ্রমিক ইউনিয়নের নেতারা।

২৯ জানুয়ারি,বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে বাস মালিক সমিতি, পরিবহন শ্রমিক ইউনিয়ন ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠক অনুষ্ঠান শেষে এ ঘোষণা দেওয়া হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন এ বৈঠক আহ্বান করেছিলেন। বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন বরিশাল বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী।

শ্রমিক নেতারা জানিয়েছেন, আলোচনায় সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়া নেয়া হবে। আর বন্ধের দিনে কোন হাফ ভাড়া থাকবে না। এ বিষয়ে শিক্ষার্থীরাও একমত হয়েছে।

এর আগে নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বুধবার সকাল ৬টা থেকে বরিশালের রূপাতলী বাস টার্মিনাল থেকে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ১৫টি রুটে বাস ধর্মঘট করেন পরিবহন শ্রমিকেরা। এতে বরিশাল থেকে দক্ষিণের বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর ছাড়াও বাগেরহাট, খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সব রুটে বাস যোগাযোগ বন্ধ হয়ে যায়। এতে যাত্রীরা মারাত্মক দুর্ভোগে পড়েন।

জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, বৈঠকে উভয় পক্ষ আলোচনায় সমঝোতায় পৌঁছেছে। এরপর ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। এখন আর কোনো সমস্যা নেই।

Comments (০)
Add Comment