ধানের শীষের প্রার্থীর পক্ষে বরিশাল মহানগর মোটর চালক দলের উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল বরিশাল জেলা ও মহানগর এর উদ্যেগে বরিশাল সদর ৫ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার এর উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

২৮ জানুয়ারী,বুধবার সন্ধ্যায় উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির প্রার্থী অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোটর চালক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বরিশাল মহানগর সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম জুয়েল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ জামাল হোসেন নোমান।

মোটর চালক দল বরিশাল জেলা সভাপতি সৌমেন্দ্র সাহা সমীর সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন মোটর চালক দল বরিশাল মহানগর সাধারণ সম্পাদক মোঃ ইসলাম খান ও বরিশাল জেলার সাধারণ সম্পাদক মোঃ শফিকুর রহমান।

এ সময় আরো উপস্থিত ছিলেন বরিশাল জেলা মোটর চালক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ আসলাম হাওলাদার ,বরিশাল মহানগর সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ হাসান সাগর,সহ-সভাপতি আবুল কালাম চৌধুরী ,সহ-সাধারণ সম্পাদক মোঃ জাহিদ হোসেন, খান মোঃ আল আমিন।

এ ছাড়াও উপস্থিত ছিলেন,মোটর চালক দল বরিশাল সদর উপজেলা সভাপতি মোঃ মিরাজ হাওলাদার, সাধারণ সম্পাদক মোঃ রায়হান হাওলাদার, বরিশাল মহানগর ২৩ নং ওয়ার্ড সদস্য সচিব মোঃ সেন্টু বেপারী, ২৯ নং ওয়ার্ড সদস্য সচিব মোঃ রাসেল হাওলাদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর চালক দল বরিশাল জেলা ও মহানগর এর অন্যানো নেতৃবৃন্দ।

Comments (০)
Add Comment