নগরীর পলাশপুরের সন্ত্রাসী দা পলাশ বাহিনীকে গ্রেফতারের দাবীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরীর পলাশপুর এলাকার যুবলীগ নেতা সন্ত্রাসী দা পলাশসহ তার দুই ভাই রাসেল ও সুমনের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে ভূক্তভোগী এলাকাবাসী।
৩১মে,শনিবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে ৫ নম্বর ওয়ার্ডের মোহাম্মদপুর এলাকার বাসিন্দারা এ মানববন্ধন করেন। এসময় এলাকায় শান্তি রক্ষায় চিহ্নিত সন্ত্রাসী ও মাদক বিক্রেতা দা পলাশসহ তার সহযোগীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
কিন্তু তাদের পুলিশ গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করে আন্দোলনরতরা। এসময় বক্তৃতা দেন, স্থানীয় সাবেক কাউন্সিলর মাইনুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য সচিব হানিফ হাওলাদার, স্থানীয় বাসিন্দা মামুন হাওলাদার।
বক্তারা বলেন, ঐ এলাকায় চিহ্নিত সন্ত্রাসী দা পলাশসহ তার দুই ভাই রাসেল ও সুমনসহ ২০/২৫ সদস্যের একটি সন্ত্রাসী বাহিনী এলাকায় মাদক বিক্রি, চাঁদাবাজী ও সন্ত্রাসী কর্মকা- করছে। এর মধ্যে দা পলাশের বিরুদ্ধে ধর্ষণ, চাঁদাবাজি ও মাদকসহ মোট ১৭টি মামলা থাকলেও পুলিশ রহস্যজনকভাবে তাকে গ্রেফতার করছে না। এমনকি সন্ত্রীদের বিরুদ্ধে কেউ থানায় কোন অভিযোগ দিলেও অপরাধীরা কেউ গ্রেফতার হচ্ছে না। উল্টো এ বিষয়টি জানতে পেরে অভিযোগকারীদের হয়রানিসহ হামলা নির্যাতন চালায় সন্ত্রাসীরা। পুলিশের এমন রহস্যজনক আচরণে ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি তোলেন বক্তারা। পলাশ সবসময় নিজের সঙ্গে দা বহন করে বলে তিনি দা পলাশ নামে পরিচিত বলে জানিয়েছে স্থানীয়রা।
এরআগে শুক্রবার রাতে পলাশপুরের মোহাম্মদপুর এলাকায় হাওলাদার ডেইরি হ্যাচারি ফার্মে হামলা চালায় যুবলীগ কর্মী দা পলাশ সহ সন্ত্রাসীরা। হাওলাদার ডেইরি হ্যাচারি ফার্মে মালিক মো সালাউদ্দিন আল মামুন বলেন, ১৯ বছর ধরে তিনি এই ঘের পরিচালনা করছেন। সন্ত্রাসীরা তার স্টাফদের উপর হামলা করে এবং মালামাল লুট করে গাড়ি, ঘর ভেঙে ফেলে এবং স্টাফদের দেশিয় অস্ত্র নিয়ে হামলা করে। হামলার পর পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল পরিদর্শন করে।
কাউনিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. নাজমুল নিশাত জানান,এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Comments (০)
Add Comment