নলকূপের গভীর গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধার

অনলাইন ডেস্কঃ রাজশাহীর তানোরে পরিত্যক্ত নলকূপের গভীর গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে (২) অবশেষে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে তাকে নলকূপের নিচে ৪০ ফুট গভীর থেকে তাকে উদ্ধার করা হয়।ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা জুবায়ের সাজিদকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিশুটি জীবিত নাকি মৃত তা এখনও নিশ্চিত করা যায়নি। শিশুটিকে উদ্ধারের পরপরই চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স ডাকা হয়েছে। আমরা বিস্তারিত পরে জানাবো।

এর আগে বুধবার দুপুর সোয়া ১টার দিকে উপজেলার পাচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে নলকূপে গভীর গর্তে পড়ে যায় শিশুটি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের কর্মীরা শিশুটিকে জীবিত উদ্ধারের চেষ্টা শুরু করে।

ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে, শিশুটিকে সুস্থ ও অক্ষত অবস্থায় উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করা হয়। বুধবার বিকেল ৫টা ৩০ মিনিট থেকে একটি স্কেভেটর গর্তের পাশেই সমান্তরাল আরেকটি পথ খোঁড়া হয় এবং দুটি ট্র্যাক্টর সরানো হয় মাটি। শিশুটিকে বাঁচিয়ে রাখতে গর্তের ভেতরে নিয়মিত অক্সিজেন সরবরাহ করা হয়।

সর্বশেষ বৃহস্পতিবার দুপুরে প্রায় ৪২ ফুট মাটি খোঁড়ার তথ্য জানানো হয় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে। এদিন রাতেই শিশুটিকে উদ্ধারের খবর জানায় ফায়ার সার্ভিস।

অন্যদিকে স্থানীয় বাসিন্দারা জানান, কোয়েলহাট গ্রামে ভূগর্ভস্থ পানির স্তর অনেক কমে গেছে। গ্রামের একজন বাসিন্দা পানির স্তর পরীক্ষা করতে গর্তটি করেছিলেন এবং পরে সেটি ভরাট করেন। কিন্তু বৃষ্টিতে মাটি বসে গিয়ে পুরনো গর্তটি আবার বের হয়ে আসে। বুধবার দুপুরে শিশুটির মা রুনা খাতুন ওই মাঠে ধানের খড় নিতে যান। ওই সময় সাজিদ খেলতে গিয়ে গর্তে পড়ে মাটির (পাইপ) ভেতরে ঢুকে যায়। স্থানীয়রা প্রথমে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

সূত্রঃ দৈনিক ইত্তেফাক

Comments (০)
Add Comment