নিত্যপণ্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে বরিশালে “বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির” বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার: নিত্যপণ্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখা, পূর্ণ রেশনিং ব্যবস্থা চালুসহ বিভিন্ন দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল হয়েছে।
মঙ্গলবার (২৫ জুন) দুপুর নগরীর অশ্বিনী কুমার হলের সামনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বরিশাল জেলা কমিটি এ কর্মসূচি করে। দুর্নীতি ও অর্থ পাচার প্রতিরোধ এবং ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠাসহ আর্থিক খাতে দুর্নীতিবাজদের বিচার নিশ্চিতের দাবি করা হয়।
বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নীলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ মোঃ টিপু সুলতানের সঞ্চালনায় সমাবেশ হয়। এসময় বক্তৃতা দেন, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য টি.এম. শাজাহান, জেলা কমিটির সদস্য মোজাম্মেল হক ফিরোজ ও জাকির হোসেন, উজিরপুর উপজেলা কমিটির সভাপতি ফায়জুল হক বালী ফারাহীন, বাবুগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শাহীন হোসেন প্রমুখ।
সমাবেশ শেষে নেতাকর্মীরা নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করে।
Comments (০)
Add Comment