নিরাপদ ঈদযাত্রা কে সামনে রেখে বরিশাল জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা

স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদ-উল-আযহা ২০২৪ উপলক্ষ্যে নির্বিঘ্ন ও নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতকরণে বরিশাল জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (১২ জুন) সকাল ১০ টায় জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে পবিত্র ঈদ-উল-আযহা ২০২৪ উপলক্ষ্যে নির্বিঘ্ন ও নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতকরণে জেলা সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

 

জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল রুম্পা সিকদার, অতিরিক্ত পুলিশ সুপার বরিশাল মোঃ মেহেদী হাছান, অধ্যক্ষ সরকারি ব্রজমোহন কলেজ বরিশাল প্রফেসর ড. মোঃ আমিনুল হক, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামী লীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা কেএসএ মহিউদ্দিন মানিক বীর প্রতীক, সহকারী পরিচালক বিআরটিএ বরিশাল দেবাশীষ বিশ্বাসসহ বিভিন্ন অতিথিরা উপস্থিত ছিলেন।

 

শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনায় অতিথিরা পবিত্র ঈদ-উল-আযহা ২০২৪ উপলক্ষ্যে নির্বিঘ্ন ও নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতকরণে বিভিন্ন বিষয় তুলে ধরে আলোচনা করেন।

Comments (০)
Add Comment