নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড এখনো নিশ্চিত হয়নি-ডা. মনীষা

ডেস্ক নিউজঃ বরিশাল-৫ আসনে বাসদ মনোনীত এবং গণতান্ত্রিক যুক্তফ্রন্ট সমর্থিত প্রার্থী ডা. মনীষা চক্রবর্তী বলেন- লেভেল প্লেয়িং ফিল্ড এখনো নিশ্চিত হয়নি, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে জণগণের মধ্যে শঙ্কা রয়েছে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনে জনগণের অংশগ্রহণে জন্য প্রশাসনকে তৎপর হতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধারে প্রশাসনকে উদ্যোগ নেওয়া প্রয়োজন।

২৮ জানুয়ারি,বুধবার সকাল ১১ টায় সরকারি ব্রজমোহন কলেজের সামনে গণসংযোগকালে একথা বলেন তিনি।

ডা. মনীষা আরও বলেন,গত ৫৪ বছরের বস্তাপঁচা রাজনীতি পরিবর্তনের সময় এসে গেছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের চেতনায় একটি বৈষম্যহীন সমাজ গড়তে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে এবং আগামী ১২ ফেব্রুয়ারী মই মার্কায় ভোট দিয়ে শ্রমজীবী মানুষের কন্ঠস্বরকে জয়যুক্ত করতে হবে।

এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ কেন্দ্রীয় কমিটির বর্ধিত ফোরামের সদস্য কমরেড ইমাম হোসেন খোকন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বরিশাল জেলার সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান সেলিম , সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার আহ্বায়ক সুজন আহমেদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলার সাধারণ সম্পাদক সুজয় সরকার, সরকারি ব্রজমোহন কলেজ ছাত্র ইউনিয়নের নেতা অর্ণব, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট সরকারি ব্রজমোহন কলেজের কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক ফারজানা আক্তারসহ বাসদ এবং যুক্তফ্রন্টের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দরা বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড এখনো নিশ্চিত হওয়া যায়নি। গতকাল রাতে ২৭ জানুয়ারি বরিশালের চরকাউয়া ইউনিয়নের কর্ণকাঠিতে মই মার্কার নির্বাচনী অফিস নিতে বাধা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের সামনে একজন দোকান মালিকের দোকানের সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাসদ মনোনীত ও গণতান্ত্রিক যুক্ত ফ্রন্ট সমর্থিত মই মার্কার প্রার্থী ডা. মনীষা চক্রবর্ত্তীর নির্বাচনী কার্যালয় নির্মাণ করা হচ্ছিল। তখন হঠাৎ করে সবুজ নামে স্থানীয় একজন ব্যক্তি এসে নিজেকে ওয়ার্ডের ছাত্রনেতা হিসেবে পরিচয় দেন সেই জায়গায় তাদের অফিস নির্মাণ করতে বাধা প্রদান করেন।এর মধ্যে অনেক প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালাচ্ছে। নেতৃবৃন্দ লেভেল প্লেয়িং ফিল্ড এর বিষয়ে প্রশাসনকে নিরপেক্ষ ভুমিকা রাখার আহবান জানান।

Comments (০)
Add Comment