নৌ ও সড়কপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বরিশালে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: ঈদ-উল-আযহা উপলক্ষ্যে নৌ ও সড়কপথে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বরিশালে মতবিনিময় সভা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) সকালে নগরীর সার্কিট হাউজ মিলনায়তনে এ সভা হয়। সভার সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার শওকত আলী। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, আইন শৃংখলা বাহিনীর সদস্য, পরিবহণ মালিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, নৌযানের ফিটনেস অবশ্যই নিশ্চিত করতে হবে। আবহাওয়া পূর্বাভাস জেনে লঞ্চ চলাচল করতে হবে। লঞ্চে অতিরিক্ত যাত্রী উঠানো যাবে না। লঞ্চ স্টেশনে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। যেখানে সেখানে কোরবানির পশুর বাজার বসানো যাবে না। বাজারে জাল টাকা শনাক্তকরণ মেশিন থাকবে। মলম পার্টি, অজ্ঞান পার্টির খপ্পরে আটকে কোন মানুষ প্রতারিত না হয় সেজন্য কোরবানির পশুর বজারে নজরদারিতে থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেন জানান, কোরবানির পশু জবাইয়ের জন্য ২২০টি জায়গা নির্ধারণ করা হয়েছে। বর্জ্য ব্যবস্থাপনার জন্য ১৬টি ট্রাক রাখা হয়েছে। তার সাথে ৯৬ জন জন লোক নিয়োজিত থাকবে। এর সাথে ২ টন বিলিসিন পাউডার ছিটাবে সিটি করপোরেশন।

Comments (০)
Add Comment