বরিশালে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেছেন, তারেক রহমানের সাথে লন্ডনে বসে সরকার প্রধান ওয়াদা করেছেন আগামী রোজার আগে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচন কেউ প্রতিহত করতে পারবে না।একটি দল নির্বাচন ভন্ডুল করার জন্য সাধ্যমত চেষ্টা করছে। আর পিআর পদ্ধতি ভুলে গিয়ে ব্যালটের নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান তিনি।
১সেপ্টেম্বর,সোমবার বিকালে বরিশাল নগরীর ফজলুল হক এ্যাভিনিউতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত সমাবেশে এই কথা বলেন। বরিশাল মহানগর, জেলা বিএনপির (উত্তর ও দক্ষিণ) উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।
অ্যাডভোকেট জয়নুল আরও বলেন, দেশের মানুষকে বাচান। দেশের সম্পদ এবং দেশকে বাচান। বাংলাদেশের মানুষ ভোট দিতে চায়। সেই ভোট ফেব্রুয়ারী হবে, এর ব্যতয় ঘটার কোন সম্ভাবনা নেই।
বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি মেজবাহ উদ্দিন ফরহাদ, এবায়েদুল হক চান ও আবু নাসের মো. রহমতুল্লাহ, বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক রওনাকুল ইসলাম টিপু, বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক নান্নু, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান ও সদস্য সচিব আবুল কালাম শাহিন এবং উত্তর জেলা বিএনপির আহ্বায়ক দেওয়ান মো. শহিদুল্লাহসহ ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও মহিলাদলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এর আগে বেলুন-ফেস্টুন এবং কবুতর উড়িয়ে সমাবেশ ও র্যালির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জয়নুল আবেদীন।
সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে জড়ো হয় নেতাকর্মীরা। সমাবেশ শেষে নগরীতে একটি র্যালি বের হয়।